টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান তোলার রেকর্ড নেপালের। গত বছর মেঙ্গোলিয়ার বিপক্ষে ৩১৪ রান করেছিল তারা। তবে টেস্ট খেলুড়ে দেশের টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান এখন ভারতের। বাংলাদেশের বিপক্ষে ২৯৭ রান তোলে ২০১৯ সালে আফগানদের করা ২৭৮ রানের রেকর্ড ভেঙেছে সূর্যকুমার যাদবের দল।
হায়দরাবাদে আজ এক ইনিংসে সর্বোচ্চ বাউন্ডারির রেকর্ডও হয়েছে। ৪৭ বাউন্ডারি এসেছে আজকের ভারতের ইনিংসে। টেস্ট খেলুড়ে দেশের মধ্যে আগে সর্বোচ্চ ৪২ বাউন্ডারির রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার।
স্যামসন ও সূর্যকুমার মিলে ভারতের টি-টোয়েন্টির তৃতীয় সর্বোচ্চ জুটির রেকর্ড গড়েছেন।