অন্য দলগুলো যখন দেশিয় কোচদের ওপর ভরসা রাখে বাংলাদেশ তখন ঠিক উল্টো। বিদেশি কোচদের কাঁধে দায়িত্ব তুলে দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত এক দশক ধরে যেমন বিরাট কোহলি-রোহিত শর্মাদের কোচের দায়িত্ব পালন করে আসছেন তাদের পূর্বসূরিরাই।
কিছুদিন আগে শ্রীলঙ্কাও তাদের সাবেক ব্যাটার সনাৎ জয়াসুরিয়াকে স্থায়ীভাবে নিয়োগ দিয়েছে।
তামিম বলেছেন, ‘প্রধান কোচ হওয়ার মতো যোগ্য কেউ এখন বাংলাদেশে আছেন বলে বিশ্বাস করি না। এই মুহূর্তে এমন দু-তিনজন আছেন, যারা সহকারী কোচ হতে পারেন।
প্রধান কোচ হিসেবে দেখতে না পারলেও কোচিং প্যানেলে দেশিয়দের চান তামিম। তিনি বলেছেন, ‘বাংলাদেশের কোচিং স্টাফে ৭০:৩০ অনুপাত থাকা উচিত। প্রধান কোচের সঙ্গে দুজন বিদেশি কোচ থাকতে পারেন।