টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে একটি ম্যাচই জিতেছে বাংলাদেশ। ২০১৯ সালের সেই জয়টি বাংলাদেশ পেয়েছে দিল্লিতে। আজ সেই মাঠেই আরেকটি জয়ের লক্ষ্যে নামবেন নাজমুল হোসেন শান্তরা।
সংক্ষিপ্ত সংস্করণে প্রতিপক্ষের বিপক্ষে বাংলাদেশ দ্বিতীয় জয় পাবে কিনা তা সময় হলে জানা যাবে।
সিরিজের প্রথমটিতে হেরে যাওয়া বাংলাদেশের লক্ষ্য আজ সমতায় ফেরা।
একাদশে আজ এক পরিবর্তন এনেছে বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ-
পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, মাহমুদ উল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, জাকের আলি অনিক, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।
ভারতের একাদশ-
অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব (অধিনায়ক), নিতিশ কুমার রেড্ডি, রিয়ান পরাগ, হার্দিক পান্ডিয়া, রিংকু সিংহ, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, মায়াঙ্ক যাদব, আর্শদ্বীপ সিং।