সব ধরনের ফুটবল থেকে বুটজোড়া তুলে রাখার এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি আন্দ্রেস ইনিয়েস্তা। তবে সেটা যে শিগগিরই দেবেন তাতে কোনো সন্দেহ নেই। স্প্যানিশ কিংবদন্তির অবসর নিয়ে নির্মিত ‘দ্য গেম কন্টিনিউ’ তথ্যচিত্র প্রচার হওয়ার পর থেকে তাই তাকে বিদায়ী বার্তা জানাচ্ছেন অনেকে।
ইনিয়েস্তাকে বিদায়ী বার্তা দিতে দেরি করলেন না লিওনেল মেসিও।
দীর্ঘ ১৪ বছর একসঙ্গে বার্সেলোনায় খেলে ৯টি লা লিগা এবং ৪ টি চ্যাম্পিয়ন লিগ জিতেছেন ইনিয়েস্তা-মেসি। সঙ্গে কোপা দেল রে, ফিফা বিশ্বকাপের শিরোপা আছে তাদের নামের পাশে। ২০২২ বিশ্বকাপে মেসির আজন্ম স্বপ্ন পূরণের আগে ইনিয়েস্তা আনন্দে ভেসেছেন ২০১০ বিশ্বকাপে।
২০১৮ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর বছরেই বার্সা ছেড়েছেন ইনিয়েস্তা। এরপর জাপানের ক্লাব ভিসেল কোবে হয়ে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব এমিরেটসে এসে বিদায় নিলেন কিংবদন্তি মিডফিল্ডার। ফুটবলটা আত্মার সঙ্গে মিশে ছিল ইনিয়েস্তার। যার প্রমাণ বিদায়ী তথ্যচিত্রে।