কথা রেখেছেন নিগার সুলতানা জ্যোতিরা। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে জ্যোতি জানিয়েছিলেন, বিশ্বকাপের প্রথম ম্যাচেই জিততে চান তারা। আজ স্কটল্যান্ডের বিপক্ষে ১৬ রানের জয়ে কথা রেখেছেন তারা।
এ জয়ে দীর্ঘ এক অপেক্ষাও ফুরিয়েছে বাংলাদেশের।
অন্যদিকে মাইলফলকের ম্যাচে খলনায়ক হওয়া থেকে বেঁচে গেছেন জ্যোতি।
ওপেনার সারাহ দলের হয়ে পরে সর্বোচ্চ ৪১ রান করলেও জয় আর এনে দিতে পারেননি স্কটল্যান্ডকে। শুধু পরাজয়ের ব্যবধানটুকুই কমিয়েছেন তিনি।
এর আগ শারজাহ স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ২৬ রান তোলেন দুই ওপেনার সাথি রানি ও মুর্শিদা খাতুন। একবার ‘জীবন’ পেয়েও ১২ রানের ইনিংসটা বড় করতে পারেননি মুর্শিদা। তবে সঙ্গীকে হারালেও নিজের সহজাত ব্যাটিং চালিয়ে যান সাথি। দ্বিতীয় উইকেটে ৪২ রানের জুটি গড়ে তাকে যোগ্য সঙ্গ দেন শবনম মোস্তারি।
তিন চারে ২৯ রানে সাথি আউট হওয়ার পরেই ম্যাচের মোড় ঘুরে যায়। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। শেষ পর্যন্ত বাংলাদেশ ১১৯ রানের সংগ্রহ পায় মোস্তারি ও অধিনায়ক জ্যোতির কল্যাণে। দলের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন মোস্তারি। অন্যদিকে জ্যোতি করেন ১৮ রান।
জ্যোতির শততম ম্যাচের দিনে অভিষেকটা হতাশার হয়েছে তাজ নেহারের। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ম্যাচ খেলতে নেমে ‘ডাক’ মেরেছেন তিনি। রান আউটে কাঁটা পড়ে তার ১ বলের অভিষেক ইনিংসটি। স্কটল্যান্ডের হয়ে ১৩ রানে ৩ উইকেট নিয়ে সেরা বোলার অফস্পিনার সাসকিয়া হোলি।