একা চার গোল। চারটি গোলই প্রথমার্ধে করেছেন কোল পালমার। ২০ মিনিটের ব্যবধানে গোল চারটি করেছেন এই ইংলিশ মিডফিল্ডার। খেলার ২১তম মিনিটে গোল উৎসবের শুরু করেন ২২ বছর বয়সী এই খেলোয়াড়।
আর পালমারের জাদুতে নিজ মাঠে ব্রাইটনকে ৪-২ ব্যবধানে হারিয়েছে চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে শুরুটা হতাশার হয়েছিল ব্লুজদের। সপ্তম মিনিটে জর্জিনিও রুটারের গোলে এগিয়ে যায় ব্রাইটন।
জিতেছে আর্সেনালও।
এ জয়ে ছয় রাউন্ডের খেলা শেষ বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির সমান ১৪ পয়েন্ট এখন আর্সেনালেরও। দিনের শুরুতে নিউক্যাসলের মাঠে ১-১ গোলে ড্র করেছে সিটিজেনরা। এই দুই দলের পেছনেই এখন চেলসি। ৬ ম্যাচে ১৩ পয়েন্ট ব্লুজদের।