বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারত। প্রথমবার দলে ডাক পাওয়া মায়াঙ্ক যাদব, নীতিশ কুমার, জিতেশ শর্মার মতো তুলনামূলক নতুন মুখের ছড়াছড়িই বেশি স্কোয়াডে। তিন বছর পর দলে ফিরেছেন রহস্য স্পিনার বরুণ চক্রবর্তী।
বিশ্রামে রাখা হয়েছে যশস্বী জয়সওয়াল, ঋষভ পান্ত, মোহাম্মদ সিরাজ, শুবমান গিল, অক্ষর প্যাটেলদের মতো টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্যদের।
ভারতের টি-টোয়েন্টি দল :
সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন, রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নীতিশ কুমার, শিভাম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিঞ্চয়, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা, আর্শদীপ সিং, হারশিত রানা ও মায়াঙ্ক যাদব।