ইতিহাদ স্টেডিয়ামে যোগ করা সময়েও ২-১ গোলে এগিয়ে থাকায় জয়ের স্বপ্ন আঁকছিল আর্সেনাল। ২০১৫ সালের পর এই মাঠ থেকে জিতে ফেরার আশায় বুক বেধেছিল গানাররা। কিন্তু হায়! এই ম্যানচেস্টার সিটি যে দুর্বার তা প্রমাণ হলো আরেকবার। যোগ করা অষ্টম মিনিটে জন স্টন্স জাল খুঁজে নিলে আর্সেনালের হৃদয় ভেঙে হার এড়িয়ে এক পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছে পেপ গার্দিওলার দল।
লিগ শিরোপা নির্ণায়কে এই ম্যাচের গুরুত্ব অনেক। সমর্থকদের চোখ ছিল তাই ইতিহাদে। নবম মিনিটেই স্বাগতিকদের উল্লাসে ভাসিয়ে সিটিকে এগিয়ে নেন আর্লিং হালান্ড। সিটির জার্সিতে এটি তার শততম গোল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই দশ জনের দলে পরিণত হয় আর্সেনাল।