আজ ৬ উইকেটে ৩৩৯ রান নিয়ে চেন্নাই টেস্টের দ্বিতীয় দিন শুরু করে ভারত। তবে খুব বেশি সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। ৩৯ রান যোগ করতেই হারিয়ে বসে বাকি ৪ উইকেট। ভারতকে ৩৭৬ রানে গুটিয়ে নিজেরা ব্যাটিংয়ে নেমে মাত্র ১৪৯ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
সব মিলিয়ে দ্বিতীয় দিন শেষে ৩০৮ রানের লিড পেয়েছে ভারত।
রোহিত শর্মাকে (৫) তৃতীয় ওভারেই ফেরান তাসকিন আহমেদ। আগের ইনিংসে অর্ধশতক করা যশস্বী জয়সোয়াল (১০) এবার থিতু হতে পারেননি। সপ্তম ওভারে নাহিদ রানার বলে আউট হন তিনি।
বিরাট কোহলি অবশ্য দেখেশুনেই খেলছিলেন। তবে দিন শেষের কিছুক্ষণ আগে মিরাজের বলে এলবিডাব্লিউ হন ব্যক্তিগত ১৭ রান করে। যদিও টেলিভিশন রিপ্লেতে দেখাচ্ছিল, রিভিউ নিলে বেঁচে যেতেন কোহলি। কারণ, বল ব্যাটের কানায় লেগেছিল।