বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আসন্ন নির্বাচনে অংশ নিচ্ছেন না কাজী সালাউদ্দিন। আজ শনিবার বিকেলে বাফুফে ভবনে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর এই সিদ্ধান্ত আজ নিজেই জানিয়েছেন তিনি।
সংবাদ সম্মেলনে কাজী সালাহউদ্দিন বলেন, ‘আমি চার মেয়াদে দায়িত্বে (বাফুফে সভাপতি) ছিলাম। সেজন্য নিজেকে খুব ভাগ্যবান মনে করি, যে এমন সুযোগ আমার জীবনে এসেছে।
কিছুদিন আগেই তিনি জানিয়েছিলেন, এবারও নির্বাচন করবেন তিনি।
বাফুফে নির্বাচন ২৬ অক্টোবর না করে পেছানোরও একটা দাবি ছিল। নির্বাচন পেছানোর ব্যাপারে সালাহউদ্দিন জানিয়েছেন, এ বিষয়ে বাফুফে ফিফাকে চিঠি লিখেছিল। তবে ফিফা নির্বাচন পেছানোর আবেদনে নাকচ করে দিয়েছে।
নিয়মিতই বাফুফে ভবনের সামনে সালাউদ্দিনের পদত্যাগ চেয়ে আন্দোলন করা হয়েছে। তার অধীনে নির্বাচনে অংশ না নেওয়ার প্রতিবাদও করে সাবেক ফুটবলার ও সংগঠকরা। নানামুখী চাপের মুখে পড়ে যান তিনি। এর পরও পদত্যাগ করেননি তিনি।