জয়রথ ছুটছে ম্যানচেস্টার সিটি। লিগে টানা চতুর্থ জয় তুলে নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের বর্তমান চ্যাম্পিয়নরা। ইত্তিহাদে নিজ মাঠে শুরুতে পিছিয়ে পড়েও সিটিজেনরা ২-১ ব্যবধানে হারিয়েছে ব্রেন্টফোর্ডকে। ম্যানসিটির হয়ে দুটি গোলই করেছেন নরওয়ের ফরোয়ার্ড আর্লিং হালান্ড।
ইত্তিহাদ স্টেডিয়ামে শুরুটা দুঃস্বপ্নের মতো হয়েছিল সিটিজেনদের। খেলা শুরুর বাঁশি বাজার পরপর গোল হজম করে বসে পেপ গার্দিওলার দল। প্রথম মিনিটে ব্রেন্টফোর্ডকে এগিয়ে নেন ইয়োয়ানে উইসা। খুব কাছ থেকে হেডে লক্ষ্যভেদ করেছেন তিনি।
সিটি শতভাগ জয়ের রেকর্ড অক্ষুণ্ন রাখলেও হেরে গেছে শিরোপাপ্রত্যাশী আরেক জায়ান্ট লিভারপুল।
জার্মানির বুন্দেসলিগায় বড় জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন লেভারকুসেন। হফেনহেইমের মাঠে জাবি আলনসোর দলের জয় ৪-১ গোলের। বড় জয়ে জোড়া গোল করেছেন বোনিফাসে। এ ছাড়া লেভারকুসেনের হয়ে একবার করে লক্ষ্যভেদ করেছেন টেরিয়ের এবং ভাইরটজ। হফেনহেইমের একমাত্র গোলটি বেরিশার।