দুই দশকেরও বেশি সময় ধরে ফুটবল সমর্থকদের বিমোহিত করে আসছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৩৯ বছর বয়সেও পায়ের জাদুতে মুগ্ধতা ছড়াচ্ছেন তিনি। তার প্রমাণ পাওয়া গেছে নেশন্স লিগে। বিশ্বের প্রথম খেলোয়াড় হিসেবে ৯০০ গোলের কীর্তিগড়া রোনালদো টানা দুই ম্যাচে গোল পেয়েছেন।
বছরের পর বছর ধারাবাহিক পারফরম্যান্স করে অসংখ্য ব্যক্তিগত পুরস্কার জিতেছেন রোনালদো। এর মধ্যে নিশ্চিতভাবেই অন্যতম ব্যালন ডি’অর। পাঁচবার জিতেছেন সোনালি পুরস্কারটি। আটবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসির সঙ্গে পুরস্কারটাকে এক সময় পারিবারিক বানিয়ে ফেলেছিলেন তিনি।
দুজনের সেই ব্যাটন আগামীতে কার হাতে থাকবে তা নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। এই আলোচনায় এবার যোগ দিয়েছেন রোনালদোও।
গতকাল নিজের ইউটিউব চ্যানেল ইউআর রোনালদোতে প্রকাশিত ভিডিওতে এমনটিই জানিয়েছেন রোনালদো। ভিডিওতে তার সঙ্গে কথা বলতে দেখা গেছে ম্যানচেস্টার ইউনাইটেড ও ইংল্যান্ডের সাবেক ডিফেন্ডার রিও ফার্ডিনান্ডকে।
এমবাপ্পের ব্যালন ডি’অর জেতা নিয়ে রোনালদো বলেছেন,‘প্রতিভার কারণে তার পুরস্কার পাওয়াটা কঠিন হবে না। এমবাপ্পে পরের ব্যালন ডি অর জয়ী হতে পারে। এ ছাড়া হালান্ড, বেলিংহাম ও লামিনেরাও আছে।’
চ্যাম্পিয়নস লিগে রিয়াল ভাগ্যকে পাশে পায় বলে অনেকে মনে করেন। তবে রোনালদো এটা মানতে রাজি নন। তিনি বলেছন,‘মাদ্রিদ এমন একটা দল যারা চাপের মধ্যে থাকে না। লোকজন বলে চ্যাম্পিয়নস লিগে রিয়াল ভাগ্যেকে পাশে পায়। না, তারা ভাগ্যবান নয়। এমন মুহূর্তের জন্য তারা তৈরিই থাকে। বার্নাব্যুর আবহটাই অন্যরকম।’