বৃষ্টির কারণে প্রথম ওয়ানডেতে মাঠেই নামতে পারেনি বাংলাদেশ ও শ্রীলঙ্কা নারী ‘এ’ দল। দ্বিতীয় ওয়ানডেতেও বেরসিক বৃষ্টি বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবে শেষ পর্যন্ত ম্যাচ হয়েছে। আর তাতে শ্রীলঙ্কা সফর জয় দিয়ে শুরু করেছে রাবেয়া খানের দল।
দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কা আজ ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচ ওয়ানডের হলেও বৃষ্টির বাধায় ২০ ওভারের হয়েছে। ১১৪ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো ছিল না বাংলাদেশের। ব্যক্তিগত ১ রানের সময় রান আউটে কাটা পড়েন ওপেনার শামীমা সুলতানা।
সঙ্গীকে হারানো মুর্শিদাও দ্রুত আউট হয়ে যান।
এর আগে অবশ্য নিয়ন্ত্রিত বোলিং করে ব্যাটারদের কাজটা সহজ করে দিয়েছেন বাংলাদেশি বোলাররা।
শ্রীলঙ্কা শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভার শেষে ১১৩ রান করতে পারে অধিনায়ক সাথিয়া সন্দিপানির ৩৬ রানের সৌজন্য। অধিনায়কের ইনিংসটি ছাড়া দুটি বিশোর্ধ্বো ইনিংস খেলেছেন পিউমি উথশালা (২২) ও মালশা শেহনি (২৫)। সিরিজের শেষ ও তৃতীয় ওয়ানডে হবে আগামী বৃহস্পতিবার।