মাঠের পারফরম্যান্সের ব্যালন ডি অরের ৩০ জনের তালিকায় আধিপত্য দেখিয়েছে রিয়াল মাদ্রিদ। গত বুধবারের প্রকাশিত তালিকায় সর্বোচ্চ সাতজন রিয়ালের সুযোগ পেয়েছেন। তবে সেই তালিকায় নাম নেই রদ্রিগোর।
রিয়ালকে চ্যাম্পিয়নস লিগ, লা লিগার সঙ্গে স্প্যানিশ সুপার কাপ জেতাতে অবদান রেখেও জায়গা হয়নি রদ্রিগোর।
ইএসপিএনকে রদ্রিগো বলেছেন, ‘আমি হতাশ।
আগামী ২৮ অক্টোবর ব্যালন ডি অর জয়ীর নাম জানা যাবে। রিয়ালের হয়ে জায়গা পেয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র, জুড বেলিংহাম, ফেদেরিকো ভালভার্দে, টনি ক্রুস (অবসর নিয়েছেন), অ্যান্তোনিও রুডিগার, দানি কারভাহাল ও কিলিয়ান এমবাপ্পে (এ মৌসুমে পিএসজি থেকে রিয়ালে এসেছেন)। অন্যদিকে ২১ বছর পর এবারই প্রথম লিওনেল মেসি-ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে কেউই জায়গা পাননি ৩০ সদস্যের তালিকায়।