ইউএস ওপেনে ছেলেদের এককে ফাইনালে উঠেছেন টেলর ফ্রিটজ। শেষবার যুক্তরাষ্ট্র গ্র্যান্ড স্লামে ছেলেদের এককে ফাইনালে উঠেছিল ২০০৯ সালে। উইম্বলডনের সেই ফাইনালে উঠেছিলেন অ্যান্ডি রডিক। এবার ফাইনালে উঠে ১৫ বছরের অপেক্ষা ঘোচালেন ফ্রিটজ।

 

ফাইনালে উঠার পথে ফ্রিটজ  ৪-৬, ৭-৫, ৪-৬, ৬-৪, ৬-১ গেমে ফ্রান্সিস তিয়াফোকে হারিয়েছেন। র‌্যাঙ্কিংয়ে ১২তম ফ্রিটজ তিয়াফোর কাছে প্রথম সেটে হারের পর ঘুরে দাঁড়িয়ে পরের সেট জিতে নেন। তৃতীয় সেটে আবার হারলেও শেষ দুটি সেট জিতে ঠিকই ফাইনালে ওঠেন ২৬ বছর বয়সী ফ্রিটজ। তবে সেমিফাইনালে বেশির ভাগ সময় তিয়াফোই দাপট দেখিয়েছেন।

এ নিয়ে ইউএস ওপেনে সর্বশেষ তিনবারে দুবারই সেমিফাইনাল থেকে ছিটকে পড়লেন তিয়াফো।

 

অন্য সেমিফাইনালে ব্রিটেনের জ্যাক ড্রাপারকে ৭-৫, ৭-৬ (৭/৩), ৬-২ গেমে হারিয়ে প্রথম ইতালিয়ান পুরুষ খেলোয়াড় হিসেবে ইউএস ওপেনের ফাইনালে উঠেছেন ইয়ানিক সিনার। আগামী সোমবার বাংলাদেশ সময় রাত ৯টায় ছেলেদের এককের ফাইনালে মুখোমুখি হবে সিনার ও ফ্রিটজ।

১৫ বছর ফাইনাল আর শিরোপা জিতলে ২১ বছরে অপেক্ষা ঘুচবে।

যুক্তরাষ্ট্র শেষবার ইউএস ওপেন জিতেছিলেন ২০০৩ সালে। অ্যান্ডি রডিক যখন শিরোপা জেতেন তখন টেলর ফ্রিটজের বয়স মাত্র ৫ বছর।