হত্যা মামলা নিয়ে সাকিব আল হাসান নিজে এখনো মুখ না খুললেও তাকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিচ্ছেন বাংলাদেশের অনেক ক্রিকেটার। তাকে নির্দোষ বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছে মমিনুল হক-এনামুল হক বিজয়রা।
এবার সাকিবকে নিয়ে এক বিবৃতি দিয়েছে বাংলাদেশ দলের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের কল্যাণে গঠিত সংগঠন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। সাকিবের বিরুদ্ধে করা মামলাটি সহানুভূতির সঙ্গে দেখতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে কোয়াব।
সাকিবকে নিয়ে কোয়াবের দেওয়া বিবৃতি হুবহু নিচে তুলে ধরা হলো-
‘সম্প্রতি দায়েরকৃত একটি হত্যা মামলায় বাংলাদেশের ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে আসামি করা হয়েছে মর্মে জানতে পেরেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। সাবেক ও বর্তমান ক্রিকেটারদের কল্যাণে গঠিত সংগঠন কোয়াব সাকিব আল হাসানের প্রতি খেলোয়াড় বিবেচনায় সহানুভূতি প্রদর্শনের আহ্বান জানিয়েছে।
সাকিব আল হাসানের রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে আলোচনা-সমালোচনা থাকতে পারে। কারোর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগের পরিপ্রেক্ষিতে দায়েরকৃত কোনো মামলার বিষয়ে কোয়াবের বক্তব্য নেই।
কোয়াব প্রত্যাশা করে, বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি সহানুভূতির সঙ্গে দেখবে অন্তর্বর্তী সরকার। কোয়াব চায়, ক্রিকেটার সাকিব আল হাসানের খেলোয়াড় সত্তাটি আলাদাভাবে বিবেচিত হোক। সাকিবের মতো ক্রিকেটারের উপস্থিতি ও অংশগ্রহণ বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি আন্তর্জাতিকভাবে স্বীকৃত ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) আবেদন ও আহ্বান, বাংলাদেশ ক্রিকেটের বৃহত্তর স্বার্থে ক্রিকেটার সাকিবের খেলোয়াড় সত্তাকে বিবেচনায় নিয়ে তার বিরুদ্ধে দায়েরকৃত মামলার বিষয়ে যেন সর্বোচ্চ সহানুভূতি প্রদর্শন করা হয়।’
রাওয়ালপিন্ডিতে টেস্ট চলাকালীন সময় মামলার বিষয়টি জানতে পারেন সাকিব। গার্মেন্টসকর্মী মো. রুবেল হত্যার মামলায় তাকে আসামি করা হয়।