পাকিস্তানে বাংলাদেশের গল্পটা সব সময় হতাশার। দীর্ঘ ২৩ বছরের ইতিহাসে যতবারই পাকিস্তানে খেলতে গেছে বাংলাদেশ ততবারই মন খারাপ করে ফিরতে হয়েছে। জয় না পাওয়ার হতাশা নিয়ে।
এবার সেই গল্পটা বদলে দেওয়ার কথা জানিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত।
এর আগে তিন সংস্করণ মিলে ২০ ম্যাচের প্রতিটিতেই হেরেছিল বাংলাদেশ।
ম্যাচ শেষে পুরুস্কার বিতরনী মঞ্চে শান্ত বলেছেন,‘ সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা প্রাণ হারিয়েছেন, জয়টা তাদের উদ্দেশ্যে আমরা উৎসর্গ করছি।
প্রথমবারের মতো কোনো প্রতিপক্ষকে টেস্টে ১০ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এমন ইতিহাস গড়ার দিনটা আবার শান্তর জন্যও বিশেষ এক দিন। ১৯৯৮ সালের এই দিনেই পৃথিবীতে এসেছিলেন বাংলাদেশের অধিনায়ক। জয় পাওয়ায় ২৬তম জন্মদিনের আনন্দটা তাই দ্বিগুণ হয়েছে তার।