পরিকল্পনাটা আগেই করে রেখেছিলেন সিমোন বাইলস। ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতলেই বিশেষ এক নেকলেস পরবেন গলায়। গতকাল নারীদের অল-অ্যারাউন্ডে সোনা জিতে স্বপ্নটা পূরণ করতে আর দেরি করলেন না যুক্তরাষ্ট্রের জিমন্যাস্ট।
অল-অ্যারাউন্ডে চ্যাম্পিয়ন হওয়ার পরেই গলায় ‘গোট’ নেকলেস পরেন বাইলস।
ম্যাচ শেষে লকেট পরা নিয়ে বাইলস বলেন, ‘এটা কিছুটা গুণকীর্তন। তবে অনেকে এটা পছন্দ করে। অনেকেই আমাকে জিওটি (সর্বকালের সেরা) বলে ডাকে। তাই ভাবলাম এটা সত্যি বিশেষ কিছু যা তৈরি করে নিয়ে আমি পরতে পারি।
গতকাল ৫৯.১৩১ স্কোর গড়ে সোনা জিতেন বাইলস। ক্যারিয়ারের ষষ্ঠ অলিম্পিক জয়ের পথে পেছনে ফেলেছেন ব্রাজিলের রুপাজয়ী রেবেকা আন্দ্রাদে (৫৭.৯৩২) ও তারই স্বদেশি ব্রোঞ্জজয়ী সুনিসা লিকে (৫৬.৪৬৫)। এবারে প্যারিস অলিম্পিকে দ্বিতীয় সোনা তার।