ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে জিতেছে স্পেন। আর তাতেই রেকর্ড চতুর্থবার শিরোপা ঘরে তুলল তারা। টুর্নামেন্টে দুর্দান্ত ফুটবল খেলেছে স্পেন। শিরোপা জয়ের পথে হারিয়েছে একের পর এক জায়ান্টদের।
টুর্নামেন্টে দারুণ খেলার পুরস্কার হিসেবে ইউরোর সেরা ফুটবলারের খেতাব জিতলেন মিডফিল্ডার রদ্রি। আসরজুড়ে স্পেনের মাঝমাঠকে যেভাবে তিনি নিয়ন্ত্রনে রেখেছেন,দলে যেভাবে প্রভাব রেখেছেন তারই প্রতিদান স্বরূপ টুর্নামেন্ট সেরার স্বীকৃতি।
আসরের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন লামিনে ইয়ামাল। আসরে ৪টি অ্যাসিস্টের পাশাপাশি গোলও করেছেন একটি। ক্রোয়েশিয়ার বিপক্ষে মাঠে হয়েছিলেন ইউরোর সর্বকনিষ্ঠ খেলোয়াড়।