গ্রুপ পর্বে রানার্সআপ হয়ে শেষ ষোলোতে পা রেখেছে ব্রাজিল। নকআউটে তাদের প্রতিপক্ষ টুর্নামেন্টের অন্যতম ফেভারিট উরুগুয়ে। কিন্তু তাদের নিয়ে ভাবছেনই না ব্রাজিলের লেফট ব্যাক ওয়েনডেল। সেমিতে উঠার লড়াইয়ে প্রতিপক্ষকে হুমকি দিয়েছেন এই ডিফেন্ডার।
গ্রুপ পর্বে ব্রাজিলের পারফরম্যান্স নিয়ে হতাশ ভক্ত সমর্থকেরা। শেষ ম্যাচে কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। শেষ ম্যাচে এমন পারফরম্যান্সে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে দরিভালের শিষ্যরা। তবে সেখানে আশার কথা জানিয়েছেন ওয়েনডেল।
নিজেদের পারফরম্যান্স নিয়ে হতাশ নন পোর্তোর এই ডিফেন্ডার। গ্রুপ পর্বে অপরাজিত থাকাকেই বড় করে দেখছেন তিনি, ‘গ্রুপ পর্বে আমরা একটি ম্যাচ জিতেছি এবং দুটি ম্যাচ ড্র করেছি ।
এদিকে উরুগুয়ের বিপক্ষে দলের অন্যতম সেরা তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে ছাড়াই খেলতে হবে ব্রাজিলকে। দুই ম্যাচে হলুদ কার্ড দেখায় নিষেধাজ্ঞার কবলে পড়েন তিনি।
আগামী রবিবার (৭ জুলাই) লাস ভেগাসে বাংলাদেশ সময় সকাল ৭টায় মুখোমুখি হবে উরুগুয়ে ও ব্রাজিল।