দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে ১৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা পুনরুদ্ধার করেছে ভারত। সব মিলিয়ে ১৩ বছর পর বিশ্বকাপ ও ১১ বছর পর আইসিসির কোনো ট্রফি জিতল দেশটি। দলের এমন সাফল্যে ৫১ সপ্তাহের নিরবতা ভাঙলেন ভারতের সফল অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায় দেখাই যায় না ধোনিকে।
২৯ জুন কোনোভাবেই ধোনির জন্মদিন নয়।
২০০৭ সালে এই ধোনির হাত ধরেই টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জিতেছিল ভারত। তাঁর নেতৃত্বেই ২০১১ ওয়ানডে বিশ্বকাপ ও ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপাও ঘরে তোলে ভারত। তাঁর বিদায়ের পর বৈশ্বিক আসরের আর কোনো শিরোপা জিততে পারছিল না ভারত।