গ্রুপ পর্বের শেষ ম্যাচে পর্তুগালকে ২-০ গোলে হারিয়েছে জর্জিয়া। প্রথমবারের মতো ইউরো চ্যাম্পিয়নশীপে খেলতে এসে শেষ ষোলোতে উঠে ইতিহাস রচনা করলো তারা।
আগেই শেষ ষোলো নিশ্চিত ছিল পর্তুগালের। যে কারণে কোচ রবার্তো মার্টিনেজ পরীক্ষা-নিরীক্ষা করতে মাঠে নামাননি সেরা খেলোয়াড়দের।
গোল শোধ করতে মরিয়া উঠে পর্তুগাল।
বিরতি থেকে ফিরে আক্রমণ বাড়ায় রোনালদোরা। কিন্তু ৫০ মিনিটে আবারও গোলের সুযোগ পায় জর্জিয়া। তবে এবার সেই সুযোগ কাজে লাগাতে পারেননি কাভারেসখেলিয়া। তিন মিনিট পরেই আবার ভুল করেন সিলভা।
৬৫ মিনিটে রোনালদোর বদলি হিসেবে গনচালো রামোসকে নামান কোচ। কোচের সিদ্ধান্ত মানতে পারেননি তিনি। বোঝা যাচ্ছিল, যথেষ্ট বিরক্ত হয়েছেন তিনি। শেষ দিকে কিছু গোলের সুযোগ পেয়েও গোল করতে পারেনি ২০১৬ চ্যাম্পিয়নরা। শেষ পর্যন্ত ২-০ গোলে জেতে তৃতীয় হয়ে পরের রাউন্ডে উঠলো জর্জিয়া।
শেষ ষোলোতে আগামী ২ জুলাই স্লোভেনিয়ার বিপক্ষে খেলবে পর্তুগাল