আন্তর্জাতিক ফুটবলে তাঁর পথচলা সবে মাত্র শুরু। ব্রাজিলের জার্সিতে যাত্রা মাত্র ছয় ম্যাচের। এরই মধ্যে এনদ্রিক ফিলিপে স্বস্তির হাওয়া বইয়ে দিয়েছেন ব্রাজিলের ফুটবলে। গোল করার দক্ষতা দেখিয়ে আশার আলো হয়ে এসেছেন ১৭ বছরের এই ফরোয়ার্ড।
আগামী মঙ্গলবার কোস্টারিকার বিপক্ষে ম্যাচ দিয়ে এবারের আসর শুরু করবে ব্রাজিল।
তবে এই তরুণ তাড়াহুড়ো করছেন না।
এ বছর প্রীতি ম্যাচে ওয়েম্বলিতে ইংল্যান্ডের বিপক্ষে গোলের পর জালের দেখা পান স্পেনের বিপক্ষেও। আর এ মাসে মেক্সিকোর বিপক্ষে এনে দেন জয়সূচক গোল। ফলে তরুণ এই ফুটবলারকে নিয়ে ব্রাজিল সমর্থকদের আশা-প্রত্যাশা বেড়ে গেছে অনেক। তাতে চাপও বাড়ছে তাঁর।
এনদ্রিক অবশ্য এই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত,'সিনিয়র ফুটবলে আসার পর থেকে প্রতিপক্ষ সবসময় আমাকে খোঁচানোর চেষ্টা করে, উত্যক্ত করে। আমার মা আর বান্ধবীকে নিয়ে অনেক কিছু বলে। এসবে অভ্যস্ত হয়ে গেছি। আমার বয়স যখন ১৬ তখন থেকেই এসব ঘটছে, এর সঙ্গে মানিয়ে নিয়েছি। এখন এসব ব্যাপারে আমি শান্ত থাকি। ব্রাজিলকে যেভাবে সম্ভব সাহায্য করতে চাই।'