ইউরোর প্রস্তুতিপর্বে ঘরের মাঠে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আয়ারল্যান্ডেকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে পর্তুগাল।মঙ্গলবার (১১ জুন) রাতে দাপুটে ফুটবল খেলেই জিতেছে পর্তুগাল। বুড়ো হাড়ের ভেল্কি দেখিয়ে জোড়া গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো।
আয়ারল্যান্ডের বিপক্ষে এদিন ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকে পর্তুগাল।
ঘরের মাঠে এটিই হতে পারে রোনালদোর শেষ আন্তর্জাতিক ম্যাচ।
ম্যাচ শেষে এই কিংবদন্তি বলেন, “ফুটবলে আমার আর বেশি দিন বাকি নেই... তাই, আমাকে উপভোগ করতে হবে।”
“আমি ফুটবলের প্রেমে পড়েছি। এখন প্রতিটি খেলাই আমার জন্য বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ।
ইউরোতে এবার 'এফ' গ্রুপে খেলবে পর্তুগাল। তাদের প্রথম ম্যাচ ১৮ জুন, চেক রিপাবলিকের বিপক্ষে। এরপর রয়েছে তুরস্ক এবং জর্জিয়ার বিপক্ষে ম্যাচ।