টি- টোয়েন্টি বিশ্বকাপে নামিবিয়ার বিপক্ষে বড় ব্যবধানে জিতে সুপার এইট নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার ৯ উইকেটের জয়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন অ্য্যডাম জাম্পা। এর মধ্য দিয়ে অস্ট্রেলিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মাইলফলকের স্পর্শ করেছেন জাম্পা। গড়েছেন অনেক রেকর্ড
জাম্পার আগে পাঁচজন লেগ স্পিনার এই ‘ক্লাব’-এ নাম লিখিয়েছেন।
টি-টোয়েন্টিতে বাংলাদেলের হয়ে শততম উইকেটের দেখা পেয়েছেন দুজন—সাকিব ও মোস্তাফিজুর রহমান।
এই ম্যাচে জাম্পা আরো কিছু রেকর্ড গড়েছেন।
ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশিবার (৫ বার) ম্যাচসেরা হওয়ার তালিকায় জাম্পা এখন যৌথভাবে দ্বিতীয়। জয়াবর্ধনে, ওয়াটসন ও গেইলও সমান পাঁচবার করে ম্যাচসেরা হয়েছেন। সর্বোচ্চ ৭ বার ম্যাচসেরা হয়েছেন বিরাট কোহলি।