রিয়াল মাদ্রিদের হয়ে স্বপ্নের এক মৌসুম কাটালেন রিয়ালের ইংলিশ তারকা জুড বেলিংহাম। লা লিগায় বর্ষসেরা হওয়ার পর এবার ইউরোপের ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরে চলতি মৌসুমের সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তিনি।

সোমবার নিজেদের ওয়েবসাইটে মৌসুমসেরাদের নাম প্রকাশ করেছে উয়েফা। ইউরোপের ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরে চলতি মৌসুমের সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রিয়ালের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহাম।

এ ছাড়া মৌসুমসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তারই সতীর্থ ভিনিসিয়ুস জুনিয়র। চলতি মৌসুমের শুরুতেই জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড থেকে রিয়ালে যোগ দেন তিনি।

 

অন্যদিকে রিয়ালের হয়ে অভিষেক মৌসুমে চ্যাম্পিয়নস লিগে দারুণ খেলেন বেলিংহাম। ১১ ম্যাচে ৪টি গোলের পাশাপাশি ৫টি অ্যাসিস্ট করেন ২০ বছর বয়সি মিডফিল্ডার।

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে নিজের সাবেক ক্লাবের বিপক্ষে করেন একটি অ্যাসিস্ট ।