অবশেষে অপেক্ষার অবসান। রিয়াল মাদ্রিদে নাম লিখিয়ে স্বপ্ন পূরণ হয়েছে কিলিয়ান এমবাপ্পের। ছোট বেলা থেকেই এই স্বপ্ন দেখে আসছিলেন ফরাসি এই ফুটবলার। ২৫ বছর বয়সে এসে প্রিয় ক্লাবে যোগ দিতে পেরে এমবাপ্পে তাই খুব খু্শি ও গর্বিত।
সোমবার রাতে রিয়াল মাদ্রিদ ঘোষণা দেয় পাঁচ বছরের চুক্তিতে ফ্রি ট্রান্সফাররে তারা দলে ভিড়িয়েছে এমবাপ্পেকে। তার একটু পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে রিয়াল মাদ্রিদের ট্রাকস্যুট পড়া কিশোর বয়সের কয়েকটি ছবি পোস্ট করে এমবাপ্পে লিখেছেন,'একটি স্বপ্ন অবশেষে সত্যি হল। আমার স্বপ্নের ক্লাবে যোগ দিতে পেরে খুব খুশি ও গর্ব হচ্ছে।
গত কয়েক মৌসুম ধরেই এমবাপ্পেকে পেতে চেষ্টা চালায় রিয়াল মাদ্রিদ। ২০২২ সালে খুব কাছে গিয়েও তাকে পায়নি রিয়াল। শেষ মুহূর্তে পিএসজিতেই থেকে গেছেন। এবার ফেব্রুয়ারিতে মৌখিকভাবে রিয়ালে আসার সিদ্ধান্ত নেন ফরাসি স্ট্রাইকার। এরপর মে মাসে মৌসুম শেষে পিএসজি ছাড়ছেন সেই ঘোষণাও দেন বিশ্বকাপজয়ী এই তারকা।
২০১৭ সালে মোনাকো থেকে ধারে পিএসজিতে আসেন এমবাপ্পে। সাত বছরে দলটির হয়ে সর্বোচ্চ ২৫৬ গোল করেছেন ২৫ বছর বয়সী এই ফুটবলার। জিতেছেন ছয়টি লিগ শিরোপাসহ একাধিক ঘরোয়া সাফল্য। কিন্তু এখনো চ্যাম্পিয়নস লিগের ছোয়া পাননি তিনি। দলবদল সম্পন্ন হলেও এখনি রিয়ালে যোগ দিচ্ছেন না এমবাপ্পে। জুন-জুলাইয়ে ইউরো চ্যাম্পিয়নশিপের পরই পাড়ি জমাবেন রিয়াল মাদ্রিদে।