আগের দুই ম্যাচ হারায় তৃতীয় টি-টোয়েন্টি হয়ে দাঁড়িয়েছিল বাঁচা-মরার লড়াই। সিরিজে টিকে থাকার লড়াইয়েও নিগার সুলতানারা ব্যাটে-বলে জ্বলে উঠতে পারলেন না। শুরুতে ব্যাট হাতে দারুণ সূচনা পেলেও সেই ছন্দ শেষ পর্যন্ত টেনে নিতে না পারায় ১১৭ রানে থামে গিয়েছিল বাংলাদেশের ইনিংস। এই রান অনায়াসে টপকে গেছে ভারত।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার ১১৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১২ ওভারেই দুই উদ্বোধনী ব্যাটার স্মৃতি মান্ধানা ও শেফালি ভারমা তোলেন ৯১ রান।
৪২ বলে পাঁচ চার ও একটি ছক্কায় ৪৭ রান করে নাহিদা আক্তারের বলে আউট হয়ে ফেরেন স্মৃতি।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বিপক্ষে শুরুটা দারুণ করেছিলেন বাংলাদেশের দুই উদ্বোধনী ব্যাটার।
সর্বোচ্চ ৩৯ রান করেন দিলারা আক্তার। ভারতের বোলারদের ওপর চড়াও হয়ে দ্রুত রান তোলেন এই ব্যাটার। অধিনায়ক নিগার সুলতানা ৩৬ বলে ২৮ রান করেন। বাকিরা কেউই পারেননি ব্যাট হাতে আলো ছড়াতে। ফলে আরেকটি হারের বিষাদ সঙ্গী হয় বাংলাদেশের মেয়েদের।