আগামী জুনে ২০২৬ ফিফা বিশ্বকাপ বাছাইয়ের আরো দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ৬ জুন বসুন্ধরা কিংস অ্যারেনায় অস্ট্রেলিয়ার বিপক্ষে, আর ১১ জুন লেবাননের সঙ্গে অ্যাওয়ে ম্যাচ খেলবে জামাল ভুঁইয়ারা। লেবানন অবশ্য তাদের মাঠে এই ম্যাচটি খেলছে না। বেছে নিয়েছে নিরপেক্ষ ভেন্যু।
প্রথম লেগে কিংস অ্যারেনায় শক্তিশালী লেবাননকে ১-১ গোলে রুখে দিয়েছিল হাভিয়ের কাবরেরার দল। ৬৭ মিনিটে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। তবে পাঁচ মিনিট পরেই দুর্দান্ত গোলে স্বাগতিকদের ম্যাচে ফিরিয়েছিলেন শেখ মোরসালিন।
বাকি তিন ম্যাচেই অবশ্য হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মাটিতে ৭-০, কুয়েতে ফিলিস্তিনের কাছে প্রথম লেগে ৫-০ এবং কিংস অ্যারেনায় ফিরতি লেগে হেরেছিল ১-০ ব্যবধানে। এদিন ম্যাচজুড়ে লড়াই করেছিল বাংলাদেশ।