শেষ ওভারে পাকিস্তানের দরকার ছিল ১৮ রান। জিমি নিশামের প্রথম বলেই চার মেরে আশা জোরাল করেন উসামার মীর। কিন্তু পরের বলেই ইয়ার্কারে মীরের উইকেট তুলে নেন কিউই পেসার। পঞ্চম বলে ইমাদ ওয়াসিম চার মারলে ম্যাচ জিততে পাকিস্তানের শেষ বলে লাগত ছয় রান।
লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ১৭৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই বাবর আজমকে হারায় পাকিস্তান।
বাহাতি ব্যাটার ফকর জামান দেখে শুনে খেলতে থাকে।
এর আগে টস হেরে ব্যাট করে নেমে দুর্দান্ত শুরু পায় সফকারী নিউজিল্যান্ড। উদ্বোধনী জুটি থেকে আসে ৫৬ রান। টম ব্লান্ডেল ২৮ রানে ফিরলেও টিম রবিনসন ঝোড়ো ব্যাটিংয়ে থামেন ৫১ রানে। এছাড়া ফক্সক্রোফট ৩৪ আর শেষ দিকে ব্রেসওয়েলের ২৭ রান কিউইদের এনে দেয় ১৭৮ রানের লড়াকু সংগ্রহ। এই রান টপকে যেতে পারেনি পাকিস্তান।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথমটি বৃষ্টিতে ভেসে যায়। দ্বিতীয় ম্যাচ পাকিস্তান জিতলেও তৃতীয় ও চতুর্থ ম্যাচ জিতে সিরিজে এগিয়ে গেল নিউজিল্যান্ড। ২৭ এপ্রিল এই ভেন্যুতেই হবে সিরিজের শেষ ম্যাচ।