ধর্ষণের অভিযোগে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা দুই ফুটবলারকে গ্রেপ্তার করেছিল পুলিশ। দুজনের বয়সই ১৯, খেলেনও একই ক্লাবে। কিন্তু ফুটবলার দুজনের নাম ও ক্লাবের নাম গোপন রাখা হয়েছে।
জিজ্ঞাসাবাদের পর অবশ্য দুজনকেই জামিন দেওয়া হয়েছে।
গত শুক্রবার ঘটেছে এ ঘটনা। পুলিশের কাছে অভিযোগ দায়েরের পর থেকে বিষয়টা তারাই দেখছে। এ জন্য দুই ফুটবলারের ক্লাব এখনো মুখ খোলেনি।