আইপিএলের বাকি অংশে আর খেলা হচ্ছে না মিচেল মার্শের। হ্যামস্ট্রিংয়ের চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার।
যদিও দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলা মার্শ চোটে পড়ে গত ১২ এপ্রিল অস্ট্রেলিয়ায় ফিরে যান। আগামী জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলের এই গুরুত্বপূর্ণ সদস্যকে নিয়ে বেশ সতর্ক ক্রিকেট অস্ট্রেলিয়া।
সংবাদ মাধ্যমকে পন্টিং বলেন, 'আমার মনে হয় না সে (মার্শ) আর ফিরে আসবে। বদলি ক্রিকেটারদের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়সীমা থাকে।
এই মৌসুমে দিল্লীর হয়ে মাত্র ৪টি ম্যাচ খেলেছেন মার্শ। ৩ ইনিংসে ব্যাট করে মাত্র ৬১ রান করেন তিনি। উইকেট নেন একটি। গতবারও মার্শকে পুরো মৌসুম পায়নি দিল্লি।