চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের মাঠে হেরে কার্যত লা লিগার স্বপ্ন বিলীন হয়ে গেছে বার্সেলোনার। সান্তিয়াগো বার্নাব্যুতে দুইবার এগিয়ে গিয়েও ৩-২ ব্যবধানে হেরে ফিরেছে কাতালানরা। ক্লাসিকোতে বার্সাকে হারিয়ে লা লিগার শিরোপা জেতাটা এখন স্রেফ সময়ের ব্যাপার রিয়াল মাদ্রিদের। লস ব্লাংকোসদের কাছে হারের পর গোল লাইন প্রযুক্তি না থাকায় বার্সেলোনা খেলোয়াড়দের পাশাপাশি ক্ষুব্দ প্রতিক্রিয়া জানিয়েছেন কোচ জাভি এর্নান্দেস।
১-১ এ সমতায় থাকার সময় বার্সেলোনা প্রায় আরেকটা গোল পেয়েই গিয়েছিল। কিন্তু ভাগ্য সুপ্রসন্ন ছিল না কাতালানদের। ম্যাচের তখন ২৮ মিনিটের খেলা চলছিল। কর্ণার থেকে আসা বলে লামিন ইয়ামালের ব্যাক ফ্লিক কোনোমতে গোল লাইনের উপর থেকে ঠেকান রিয়াল গোলরক্ষক আন্দ্রে লুনিন।
লা লিগার মতো ফুটবল টুর্নামেন্টে গোল লাইন প্রযুক্তি না থাকায় তাই ক্ষুব্দ জাভি এর্নান্দেস,‘ গোললাইন প্রযুক্তি না থাকাটা অস্বস্তিকর।
লা লিগার মতো আসরে গোল লাইন প্রযুক্তি না থাকার সমালোচনা করেছেন বার্সেলোনা গোলরক্ষক আন্দ্রে টের স্টেগানও। কোচ জাভি এর্নান্দেসেরে সঙ্গে সুর মিলিয়ে বলেন, ‘গোললাইনে কী ঘটেছে, বলার ভাষা আমি খুঁজে পাচ্ছি না। এটা ফুটবলের জন্যই অস্বস্তিকর। এখানে এত এত টাকা, কিন্তু যেটা গুরুত্বপূর্ণ, সেটার জন্যই নেই। আমি বুঝতে পারছি না, যে প্রযুক্তি অন্যান্য লিগে আছে, আমরা কেন সেটা নিতে পারছি না।’