জোড়া গোল নিজে করলেন লিওনেল মেসি। দলের অন্য গোলটির অ্যাসিস্টও তিনি। মেসির জাদুকরী এই নৈপুণ্যে মেজর লিগ সকারে ন্যাশভিলের বিপক্ষে ৩-১ গোলের দুর্দান্ত জয় পেয়েছে ইন্টার মায়ামি।
নতুন মৌসুমের শুরুটা স্বপ্নের মতো কাটছে আর্জেন্টাইন তারকার।
ন্যাশভিলের বিপক্ষে খেলার এগারো মিনিটে গোল উৎসবের শুরু করেন লিওনেল মেসি। বার্সেলোনার সাবেক সতীর্থ উরুগুয়ে ফরোয়ার্ড লুই সুয়ারেসের অ্যাসিস্টে বল জালে জড়ান আর্জেন্টাইন তারকা।
মেসির এই গোলেই সমতা ফেরায় জেরার্দো তাতা মার্তিনোর দল।
ন্যাশভিলের বিপক্ষে জিতে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে শীর্ষস্থান ধরে রেখেছে ডেভিড বেকহামের দল। ১০ ম্যাচ খেলে ইন্টার মায়ামির অর্জন ১৮ পয়েন্ট। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা রেড বুলসের অর্জন ১৬ পয়েন্ট।