পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি বৃষ্টিতে ভেসে যায়। শনিবার রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়েছে পাকিস্তান। একপেশে ম্যাচে বল হাতে দাপট দেখান শাহিন আফ্রিদি, মোহাম্মদ আমিররা।
পাকিস্তানি বোলারদের তোপে আগে ব্যাট করে স্রেফ ৯০ রানে গুটিয়ে যায় কিউইরা।
যদিও ব্যাটিংয়ে নেমে ভালো শুরুর ইঙ্গিত দিয়েছিল সফরকারীরা। তবে শাহিনের শিকার হয়ে টিম সেইফার্ট (১২) সাজঘরে ফিরতে বিপর্যয়ের শুরু। এরপর জোড়া আঘাত হানেন প্রায় ৪ বছর পর পাকিস্তানের হয়ে খেলতে নামা আমির।
সর্বোচ্চ ১৯ রান আসে মার্ক চ্যাপম্যানের ব্যাট থেকে। এছাড়া কোল ম্যাকঞ্চি ১৫ ও ডিন ফক্সক্রফট ১৩ রান করেন।
জবাব দিতে নেমে পাকিস্তানের সামনে ছিল সবগুলো উইকেট হাতে রেখে জেতার সুযোগ। তবে লক্ষ্যে পৌঁছানোর আগে ৩ উইকেট হারিয়ে ফেলে স্বাগতিকরা। সাইম আইয়ুব ৪, বাবর ১৪ ও উসমান খান ৭ রান করে বিদায় নিলেও রিজওয়ান ও ইরফান খান দেখেশুনে জয়ের বন্দরে নিয়ে যান দলকে।