রাসেল মাহমুদের নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়েও পায়নি মোহামেডান। আবাহনীর বিপক্ষে শেষ ম্যাচ না খেলার হুমকি দিয়েও শেষ পর্যন্ত মাঠে এসেছিল তারা। কিন্তু খেলতে নেমেও শেষ পর্ন্ত খেলাটা শেষ করল না তারা। ৩-২ গোলে এগিয়ে থাকা অবস্থায় দুই দলের খেলোয়াড়দের মারামারি লেগে গেলে মোহামেডানের দুজন ও আবাহনীর একজন লাল কার্ড পায়।
হকি লিগের শেষ হলো তাই বিতর্কের মধ্যে দিয়েই। আবাহনীকে জয়ী ঘোষণা করায় আর আগের ম্যাচে মেরিনার ইয়াংস ৪-২ গোলে পুলিশের বিপক্ষে জয় পাওয়ায় শীর্ষে আবাহনী ও মেরিনারের পয়েন্ট এখন সমান।
এদিন তৃতীয় মিনিটেই পেনাল্টি কর্নার থেকে আফফান ইউসুফের গোলে এগিয়ে যায় আবাহনী। দ্বিতীয় কোয়ার্টারে পুস্কর ক্ষিসা করেন ২-০। মোহামেডান এরপর খেলায় ফিরে মালয়েশিয়ান ফয়সাল বিন সারির হ্যাটট্রিকে।