চেন্নাই সুপার কিংসে শেষ সময় পার করছেন মুস্তাফিজুর রহমান। বাড়তি ছুটি কাটিয়ে আগামী ২ মে বাংলাদেশে ফিরে আসবেন এই বাঁ হাতি পেসার। এর আগে সিএসকেএর হয়ে আরও তিনটি ম্যাচ খেলবেন তিনি। চেন্নাইয়ের হয়ে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে ম্যাচটি সহ এবারের আইপিএলে মোট সাতটি ম্যাচ খেলেছেন মুস্তাফিজ।
লখনউর বিপক্ষে তিনি ৪ ওভার বোলিং করে ৪৩ রান খরচায় নিয়েছেন ১ উইকেট। তবে তাঁর দল চেন্নাই ম্যাচটা জিততে পারেনি। লখনউর কাছে ৮ উইকেটে হেরেছে সিএসকেএ।
টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে শুরুটা নড়বড়ে হয় চেন্নাইয়ের। মোহসিন খানের করা ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে আউট হন রাচিন রবীন্দ্র।
৯০ রানে হারায় পঞ্চম উইকেট। ৩৬ রানে আজিঙ্কা রাহানে, শিভম দুবে ৩ এবং সামির রিজভি ফেরেন ১ রান করে।