লিপারপুলের সর্বনাশ যা হওয়ার হয়ে গিয়েছিল ঘরের মাঠে প্রথম লেগেই। ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালে আতালান্তার কাছে ৩-০ গোলে হেরেছিল ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। গত রাতে দ্বিতীয় লেগে আতালান্তার মাঠে ১-০ গোলের জয়ও তাই ইউরোপা লিগ থেকে লিভারপুলের বিদায় ঠেকাতে পারেনি।
তবে মৌসুমের তো এখানেই শেষ নয়।
দ্বিতীয় লেগে ম্যাচের শুরুতেই মোহামেদ সালাহর পেনাল্টি গোলে এগিয়ে যায় লিভারপুল।
লিভারপুল কোচ বলছিলেন, 'মিশ্র অনুভূতি এখন। অবশ্যই আমাদের চাওয়া ছিল ডাবলিনে যাওয়া (ইউরোপা লিগের ফাইনালে)।
প্রিমিয়ার লিগেও নিজেদের কাজটা কঠিন বানিয়ে রেখেছে লিভারপুল। সর্বশেষ ম্যাচে ক্রিস্টাল প্যালেসের কাছে হেরেছে তারা। এই হারে নিজেদের শিরোপা ভাগ্য আর লিভারপুলের হাতে নেই। ওই ম্যাচের আগে শীর্ষে থাকা লিভারপুল এখন ৭১ পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট টেবিলের তিনে। সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে দুইয়ে আছে আর্সেনাল। ৭৩ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি।