সুনিল নারাইনের ক্যারিয়ার সেরা ১০৯ রানের ইনিংসে বড় সংগ্রহই দাঁড় করিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে জশ বাটলারের অনবদ্য সেঞ্চুরির সামনে ম্লান যেকোনো ধরণের ক্রিকেটে নারাইনের প্রথম সেঞ্চুরি।
বাটলারের সেঞ্চুরির সৌজন্যে কলকাতার দেওয়া ২২৪ রানের লক্ষ্য দুই উইকেট হাতে রেখে তাড়া করেছে রাজস্থান রয়্যালস। আর তাতে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড গড়েছে রাজস্থান।
বড় লক্ষ্য তাড়ায় নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে রাজস্থান। তবে একপ্রান্তে একাই লড়েছেন বাটলার। বরুণ চক্রবর্তীর শেষ ওভারে ৯ রানের হিসেব মিলিয়ে রাজস্থানকে মনে রাখার মতো এক জয় এনে দিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক।
শেষ পর্যন্ত ১০৭ রানে অপরাজিত ছিলেন বাটলার।