ইয়র্কার বিশেষজ্ঞ হিসেবে বেশ খ্যাতি আছে জসপ্রিত বুমরাহর। নতুন-পুরনো দুই ধরনের বলেই গত কয়েক বছরে গতির সঙ্গে ইয়র্কারের মিশেলে অপ্রতিরোধ্য হয়ে উঠেছেন তিনি। এ কারণে বুমরাহর মুখোমুখি হতে চান না সূর্যকুমার যাদব। আইপিএলে দুজনই খেলেন মুম্বাই ইন্ডিয়ানসে।
এই ম্যাচ দিয়ে চোট কাটিয়ে এবারের আইপিএলে ফিরেছেন সূর্যকুমার। ম্যাচ শেষে বুমরাহকে নিয়ে এক প্রশ্নের জবাবে সূর্যকুমার বলেন, ‘জসপ্রিত বুমরাহকে নিজেদের দলে পাওয়া সব সময়ই দারুণ।
চোট কাটিয়ে ফিরতে পেরে খুশি সূর্যকুমার, ‘ওয়াংখেড়েতে ফিরতে পারা সব সময়ই দারুণ। স্কোয়াডের সঙ্গে যোগ দিতে পারা ছিল সবচেয়ে খুশির ব্যাপার। টুর্নামেন্ট শুরুর সময় মানসিকভাবে আমি এখানে ছিলাম, আমার শরীরটা ছিল বেঙ্গালুরুতে (জাতীয় একাডেমিতে)।