লিওনেল মেসিকে ছাড়া কনকাকাফ চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে মঁতেরির কাছে ২-১ গোলে হেরেছিল ইন্টার মায়ামি। ফিরতি লেগে মেসি ফিরবেন বলেই ঘুরে দাঁড়ানোর আশা করেছিল দলটি। কিন্তু হায়! মেসিকে নিয়েও ফিরতি লেগে হারের স্বাদ পেতে হয়েছে মায়ামিকে। এবার হেরেছে ৩-১ গোলে।
প্রতিপক্ষের মাঠে বল দখলে এগিয়ে থাকলে আক্রমণে বিবর্ণ ছিল মায়ামির ফরোয়ার্ড লাইন। লিওনেল মেসিও সেভাবে প্রভাব রাখতে পারেননি। সেই সুবাদে দেখতে হয়েছে আরেকটি হারের স্বাদ!
৩১ মিনিটে পিছিয়ে পড়ে মায়ামি। স্বাগতিকদের এগিয়ে নেন ব্রেন্ডন ভাস্কুয়েজ।
তিন গোলে পিছিয়ে পড়ার পর ৭৮ মিনিটে দশজনের দলে পরিণত হয় মায়ামি।