সুখে থাকতে ভূতে কিলায়- প্রবাদের মতো দশা হয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের। চেন্নাইয়ের সঙ্গে সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন তারা। তাদের এমন সফলতার অন্যতম নায়ক রোহিত শর্মা। টুর্নামেন্টটির ইতিহাসে সবচেয়ে সফল দুই অধিনায়কের একজন তিনি।
মূলত, গুজরাট টাইটান্সে হার্দিকের দুর্দান্ত অধিনায়কত্ব দেখে তাকে আবার ফিরিয়ে এনে অধিনায়কত্বও দেয় মুম্বাই ফ্র্যাঞ্চাইজি।
ভারতীয় সংবাদমাধ্যম দৈনিক জাগরণ তাদের এক প্রতিবেদনে উল্লেখ করেছে, হার্দিক ফিরে আসার পরে দলের পরিবেশ আগের মতো নেই। এমনকি ড্রেসিংরুম দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। যেখানে রোহিতের পক্ষে জাসপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদব, তিলক ভার্মাসহ বেশ কয়েকজন ক্রিকেটার আছেন। আরেক দিকে হার্দিকের সঙ্গে আছেন ইশান কিষানসহ কয়েকজন ক্রিকেটার।
এর আগে ২০১৫ সালে মুম্বাইয়ের জার্সিতে আইপিএল অভিষেক হয় হার্দিকের। ২০২১ সাল পর্যন্ত সেখানে খেলেই নিজেকে ভারত দলের অপরিহার্য অংশ বানান। ২০২২ সালে মুম্বাই তাকে ছেড়ে দিলে নবাগত গুজরাটে যোগ দেন অধিনায়ক হিসেবে। তার নেতৃত্বে গুজরাট প্রথম মৌসুমেই শিরোপা ঘরে তোলে।