বিশ্বকাপ দিয়ে লিওনেল মেসির ক্যারিয়ারে পূর্ণতা এসেছে। তার আগেই পেয়ে গিয়েছিলেন ক্লাব প্রতিযোগিতায় সম্ভাব্য সব সাফল্য। মেসি নিজেও বলেছেন, ‘খেলার দিক থেকে বলতে পারি, আমি যা চেয়েছি তার সবই পেয়েছি। সত্যি বলতে এর চেয়ে বেশি কিছু আমি চাইতে পারি না।

 

মায়ামিতে দেওয়া সাক্ষাৎকারে নিজের জীবন নিয়েই পরিতৃপ্তি ঝরেছে মেসির কণ্ঠে, ‘ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ, পেশাদার জীবনে বা মানুষ হিসেবেও তিনি আমাকে অনেক দিয়েছেন। আমার পরিবার, আমার বন্ধু-বান্ধবের জন্য সব সময় তাঁর প্রতি কৃতজ্ঞ। জীবনে যা পেয়েছি তা অনেক আর তার সবই আমি উপভোগ করার চেষ্টা করেছি।’ সব পূর্ণতার পরও মেসির প্রতিযোগিতামূলক ফুটবলে এখনো লড়াই চালিয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে প্রশ্ন এসেছে স্বাভাবিকভাবেই।

জানতে চাওয়া হয়েছে অবসর ভাবনা। আর্জেন্টাইন তারকার উত্তর, ‘এই মুহূর্তে এটা নিয়ে আমি একেবারেই ভাবছি না। আমি একটা একটা করে দিনগুলো উপভোগ করছি ভবিষ্যতের কিছু না ভেবেই। এখনই চূড়ান্ত করিনি কোনো কিছু, আরো কিছুদিন খেলে যাই, আর এটাই আমি সবচেয়ে ভালোবাসি।
যখন সময় আসবে আমি নিশ্চিত জেনে যাব, আমাকে কী করতে হবে, আমার নতুন ভূমিকা কী হবে।’

 

খেলা ছাড়ার সময়টা নিয়েও যে উদ্বেগ নেই তাঁর, সেটিও পরিষ্কার বলেছেন মেসি, ‘আমি যখন পারফরম করতে পারব না বা খেলাটা উপভোগ করব না, সতীর্থকে সাহায্য করাটাও কঠিন মনে হবে―সেই সময়টা আমি নিজেই বুঝতে পারব। আমি নিজেই নিজের বড় সমালোচক, আমি জানি আমি কখন ভালো করছি, কখন করছি না।’ বয়স তাঁর ৩৬ চলছে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সেটিও গুরুত্বপূর্ণ নয় তাঁর কাছে, ‘যখন মনে হবে এখন ছেড়ে দেওয়া দরকার, আমি তা-ই করব, বয়স নিয়ে ভাবব না। কিন্তু যত দিন ভালো লাগছে, আমি প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাব, কারণ এটাই আমি ভালোবাসি আর জানিও তা কিভাবে করতে হয়।