চেন্নাই সুপার কিংসের জার্সিতে শুরুটা দুর্দান্ত হয়েছিল মুস্তাফিজুর রহমানের। রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে নিজের প্রথম দুই ওভারে ৪ উইকেট নিয়েছিলেন তিনি। পরে আরো দুই ওভার বোলিং করে আর কোনো শিকার ঝুলিতে ভরতে না পারলেও চেন্নাইয়ের বড় জয়ে সেদিন ম্যাচসেরার পুরস্কারটা জিতেছিলেন মুস্তাফিজই। গুজরাট টাইটানসের বিপক্ষেও খেলেছেন বাংলাদেশের এই পেসারই।
গুজরাটের ইনিংসের দ্বিতীয় এবং নিজের প্রথম ওভারে ১০ রান দেন মুস্তাফিজ। এরপর আবার আক্রমণে আসেন গুজরাটের একাদশ ওভারে। এবার ১৩ রান দিয়েও থাকেন উইকেটহীন।
গুজরাট টাইটানসকে ৬৩ রানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে আইপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২০৬ রানের বড় স্কোর গড়ে চেন্নাই। জবাবে ১৪৩ রান করতে পেরেছে গুজরাট। ক্রিকইনফো