আগের দিন আন্তর্জাতিক ক্রিকেটে নিজেকে উন্মুক্ত ঘোষণা করেন ইমাদ ওয়াসিম। এই বাঁহাতি অলরাউন্ডার শুধু টি-টোয়েন্টি ক্রিকেটে অবসরের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন। লক্ষ্য অবশ্যই আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা। বোর্ড থেকে সেটারই ইতিবাচক সাড়া পেয়ে অবসর ভেঙেছেন।
একদিন পর ইমাদের একই পথে হাঁটলেন মোহাম্মদ আমির। অনেকটা ইমাদের মতো অভিমানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন আমির। তিনিও ফিরে এসেছেন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে। আসন্ন বিশ্বকাপে খেলা নিয়ে পিসিবির কর্মকর্তাদের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানিয়েছেন ৩১ বছর বয়সী এই বাঁহাতি পেসার।
তিন বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণার পর নানা সময়ে তাঁকে ফেরানোর আলোচনা শোনা গেছে। আমির নিজেও কখনো ফেরার সম্ভাবনা উড়িয়ে দেননি। অবশেষে ফিরলেন যখন পাকিস্তান ক্রিকেট নানা রদবদলের মধ্যে দিয়ে যাচ্ছে।
শুধু ইমাদ-আমির নয়, ফিরছেন হারিস রউফেরও।
আগেরবার চুক্তি বাতিলকে ভুল বোঝাবুঝি হিসেবেও আখ্যা দিয়েছেন মহসিন।