কার আগে কে ড্রেসিংরুমে ফিরেবেন, বাংলাদেশি ব্যাটারদের মধ্যে যেন সেই প্রতিযোগিতা চললো কিছুক্ষণ। ৫১১ রান তাড়ায় ৩৭ রানে নেই ৫ উইকেট। তিন ব্যাটার তো রানের খাতা খুলতেই পারলেন না। ৪৭ রানে ৫ উইকেটে সিলেট টেস্টের তৃতীয় দিন শেষ করে স্বাগতিকরা।
শেষ বিকেলে ব্যাটারদের এমন কাণ্ডজ্ঞানহীন ভূতুড়ে ব্যাটিংয়ের ব্যাখ্যা নেই মেহেদী হাসান মিরাজের কাছে, ‘এটার ব্যাখ্যা আসলে যে খেলোয়াড় খেলে সে ভালো বলতে পারবে। পরিস্থিতি অনুযায়ী তখন কী চিন্তা করেছে...। আমাদের যে আউটগুলো হয়েছে তা হতাশাজনক।
টেস্টের এখনো দুই দিন পড়ে। বাংলাদেশ জয়ের জন্য প্রয়োজন আরো ৪৬৪ রান। মমিনুল হক ৭ ও তাইজুল ইসলাম ৬ রানে আগামীকাল ব্যাটিং শুরু করবেন। দলের স্বীকৃত ব্যাটার বলতে বাকি শুধু মিরাজ।
মিরাজ বলেন, ‘তার পরও ভালো খেলার চেষ্টা করব আমরা যারা আছি। মমিনুল ভাই রান করতে পারলে ভালো, আমি যদি ব্যাটিং করি ভালো একটা অবস্থানে যদি দিতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে।’