মাঠে গড়িয়েছে ক্রিকেটের অন্যতম বড় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। আইপিএল মানেই দর্শক উন্মাদনা, মাঠজুড়ে তারকাদের ভিড়। গতকাল শনিবার (২৩ মার্চ) আইপিএলের ম্যাচে মাঠে হাজির ছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান ও প্রীতি জিনতা। ম্যাচ চলাকালীন ভক্তরা প্রীতি জিনতা ও শাহরুখ খানকে কাছে পেয়ে বেজায় খুশি।
প্রীতি জিনতা প্রতিবছরই তাঁর দল পাঞ্জাবের হয়ে মাঠে হাজির থাকেন। তবে এবার দৃশ্যটা একটু ভিন্ন। এবার প্রথম ম্যাচেই দেশি গার্ল লুকে প্রীতি নজর কেড়েছেন সবার।
সামাজিক মাধ্যমের অন্যতম জনপ্রিয় সাইট এক্সে (টুইটার) শাহরুখ-প্রীতির আলাদা আলাদা ছবি কোলাজ করে পোস্ট করা হচ্ছে। অনুরাগীরা জানাচ্ছেন, বীর-জারাকে ফের একসঙ্গে দেখতে চান পর্দায়। এক অনুরাগী লিখেছেন, ‘আইপিএলে প্রীতি জিনতা এবং শাহরুখ খানকে দেখে খুব ভালো লাগছে। আমরা তাঁদের টিভিতে দেখে বড় হয়েছি এবং তাঁরা স্ক্রিনে এমন একটি সুন্দর রোমান্স তৈরি করেছেন, যা কালজয়ী হয়ে আছে।’ অপর এক ভক্ত লিখেছেন, ‘আজকে বীর-জারা সম্পূর্ণ।’ অন্য এক অনুরাগী লিখেছেন, ‘দুজন দুই মাঠে। তবু যেন এক সুতায় গাঁথা।’
সামাজিক মাধ্যম ফেসবুকেও চলছে দুজনকে ঘিরে ভক্তদের একের পর এক পোস্ট। সবার একটাই দাবি, এই জুটিকে আরেকবার সিনেমার পর্দায় দেখার ইচ্ছাটা পূরণ হোক।
দীর্ঘ সাড়ে চার বছর আড়ালে থাকার পর ২০২৩ সালে ‘পাঠান’ দিয়ে বলিউডে প্রত্যাবর্তন করেছেন শাহরুখ খান। এর পরের গল্পটা সবারই জানা। একই বছর ‘জওয়ান’, ‘ডানকি’র মতো সিনেমা উপহার দিয়েছেন। অপরদিকে প্রীতি জিনতা এখন সিনেমার পর্দার বাইরে রয়েছেন। স্বামী ও সন্তান নিয়ে আমেরিকায় ব্যস্ত অভিনেত্রী। তবে ভক্তদের জন্য সুসংবাদ এই যে, বলিউডে ফিরতে চলেছেন প্রীতি জিনতা। সানি দেওলের সঙ্গে ‘লাহোর ১৯৪৭’ চলচ্চিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। এটি প্রযোজনা করছেন আমির খান।