৭৮ রানে ৫ উইকেট ফেলে দেওয়ার পর মনে হয়েছিল দেড় শ রানের আগে অস্ট্রেলিয়াকে গুটিয়ে দিতে পারবে বাংলাদেশ। তবে ষষ্ঠ উইকেটে অ্যাশলে গার্ডনার ও অ্যানাবেল স্যাদারল্যান্ডের ৩৪ ও অষ্টম উইকেটে স্যাদারল্যান্ডের সঙ্গে আলানা কিংয়ের অবিচ্ছেদ্য ৬৭ রানের জুটিতে ২১৩ রানের পুঁজি পায় অজিরা। যা মিরপুরের মন্থর উইকেটে তাড়া করা কঠিন। সফরকারীদের জুটি দুটি না জমলে তাদের আরো কমে থামানো যেত।
১১৮ রানের বড় ব্যবধানে ম্যাচ হারের পর বাংলাদেশের বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার জানালেন, অভিজ্ঞতার কারণে শেষ দিকে এমন জুটি গড়ে ম্যাচের পার্থক্য গড়ে দেন অস্ট্রেলিয়ার ব্যাটাররা। নাহিদা বলেন, ‘অভিজ্ঞতা তো অবশ্যই আছে। ওই সময় বোলিং এলোমেলো করছিলাম।
মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের ১২ আসরের মধ্যে সর্বোচ্চ সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।
লক্ষ্য তাড়ায় ৯৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। এমন বিপর্যয়ের জন্য ১৩ রানের মধ্যে তিন ব্যাটারের রান আউটকে দুষলেন নাহিদা, ‘পার্থক্য যদি বলি, বোলিং একটু খারাপ হয়েছে। এর চেয়ে ভালো করতে পারি।