শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথমটির জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে সিলেটে প্রথম টেস্টের জন্য। এই দলে চমক হয়ে এসেছেন ২১ বছর বয়সী তরুণ ফাস্ট বোলার নাহিদ রানা।
২০২১ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় নাহিদের।
প্রথম টেস্টের দলে ফিরেছেন লিটন দাস। সর্বশেষ ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের দলে ছিলেন না তিনি। সব মিলিয়ে ভারসাম্যপূর্ণ দল হয়েছে জানিয়ে রাজ্জাক বলেছেন, ‘আমরা মনে করি, প্রথম টেস্টের দলটা ভারসাম্যপূর্ণ হয়েছে। টেস্ট দল মোটামুটি ঠিক করাই ছিল, নতুন মুখ শুধু নাহিদ রানা।
আগামী ২২ মার্চ থেকে সিলেটে শুরু হবে শ্রীলঙ্কা-বাংলাদেশ প্রথম টেস্ট। চট্টগ্রামে ৩০ মার্চ শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট।
বাংলাদেশ দল :
নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন দাস, মমিনুল হক, মুশফিকুর রহিম, শাহাদাত হোসেন দিপু, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মুশফিক হাসান ও নাহিদ রানা।