তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ ৬ উইকেটে জিতলেও পরের ম্যাচ ৩ উইকেটে হারে বাংলাদেশ। অর্থাৎ চট্টগ্রামে দুই ম্যাচে জয় পায় রান তাড়া করা দল। সন্ধ্যার পর শিশিরের কারণে বোলারদের বল গ্রিপ, ডেলিভারিরে সমস্যার কারণে কাজ অনেকটা সহজ হয় যায় ব্যাটারদের জন্য। তবে সোমবার তৃতীয় ও শেষ ম্যাচ হবে দিনের আলোয়।
আজ বিসিবির দেওয়া এক ভিডিও বার্তায় তানজিম বলেন, ‘দিনের ম্যাচে আমি মনে করি বোলাররা তাদের শতভাগ দিতে পারবে। দুই দলের জন্য সমান হবে।
তবে নিজেরা যে জয় ভিন্ন কিছু ভাবছেন না সেটিও জানিয়ে রাখলেন, ‘অবশ্যই আমরা মাঠে নামব জেতার জন্য এবং আমরা চাইব এই সিরিজে যেন আমরা জয়ী হতে পারি। গত ম্যাচে আমাদের একটা সুযোগ ছিল; কিন্তু আমরা কাজে লাগাতে পারিনি।
তিন ম্যাচ সিরিজের পাওয়া প্রথম ম্যাচে নিজের প্রথম স্পেলে ৩ উইকেট নিয়ে দলের জয়ে ভূমিকা রেখেছিলেন তানজিম। দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে ১৮ রান করলেও ১ উইকেট নিতে খরচ করেন ৬৫ রান। শেষ ম্যাচে নিজের পারফরম্যান্সেও ধার আনতে চান তিনি।
তানজিম বলেন, ‘মানুষ তো স্বপ্ন দেখে।